insta logo
Loading ...
×

অবৈধ মদ বেচে ধৃত

অবৈধ মদ বেচে ধৃত

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রূপচাঁদ দাস। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ঘোঙ্গা গ্রামে। রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে , বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে ,ওই ব্যাক্তি বাড়িতে মদ মজুত করে বিক্রি করেন। সেই খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযুক্তের ব্যাক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। বাজেয়াপ্ত হয় ২০ বোতল দেশি মদ। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

Post Comment