insta logo
Loading ...
×

অপারেশন সিঁদুর বিজেপির রাজনীতি, ঝালদায় সরব ফরওয়ার্ড ব্লক

অপারেশন সিঁদুর বিজেপির রাজনীতি, ঝালদায় সরব ফরওয়ার্ড ব্লক

নিজস্ব প্রতিনিধি , ঝালদা :

অপারেশন সিঁদুরকে ঘিরে বিজেপি চালাচ্ছে ‘জাতীয়তাবাদী আবেগের রাজনীতি’। এমন অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সরব হল ফরওয়ার্ড ব্লক। সোমবার ঝালদার কো-অপারেটিভ লজে অনুষ্ঠিত হল ফব দলের শাখা সংগঠন অগ্রগামী কিষান সভার ১৪তম পুরুলিয়া জেলা সম্মেলনের প্রতিনিধি সভা। দুই দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হয়েছিল রবিবার ঝালদা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এক প্রকাশ্য সভার মাধ্যমে।

প্রতিনিধি সম্মেলনে রাজ্য কিষান সভার সম্পাদক গোবিন্দ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “অপারেশন সিঁদুর ভারতের সাহসী সৈনিকদের বীরত্ব ও সাফল্যের প্রতীক। আমরা তাঁদের জন্য গর্বিত। কিন্তু এই সাফল্যকে ব্যবহার করে বিজেপি, বিশেষ করে ভোটের মুখে মোদী সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী, মানুষের মধ্যে জাতীয়তাবাদী আবেগ উসকে দেওয়ার অপচেষ্টা করছে। এটি অনৈতিক এবং আমরা তার তীব্র নিন্দা করি।”

তিনি আরও বলেন, “আমরা নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত দল। বিজেপির কাছে আমাদের জাতীয়তাবাদ শেখার প্রয়োজন নেই। দেশের সশস্ত্র বাহিনীর সাফল্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা বন্ধ হোক।”

এদিনের প্রতিনিধি সম্মেলনে রাজ্য কিষান সভার নেতা ফরিদ মোল্লা, শ্যামাপদ ডাঙর, ধীরেন্দ্রনাথ মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন অঞ্চল থেকে মোট ২৬০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

গোবিন্দ রায় রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির কারণে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। এটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি এক গভীর আঘাত।”

সম্মেলনে কৃষক স্বার্থে সংগঠনকে আরও মজবুত করে তোলার সংকল্প নেওয়া হয়। পাশাপাশি, কৃষকদের প্রকৃত সমস্যা ও দাবিদাওয়ার কথা রাজ্য ও জাতীয় স্তরে তুলে ধরার কথাও জানান নেতারা।

Post Comment