নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি :
টানা অতি বৃষ্টিপাতের জেরে সাঁতুড়ি ব্লকের নিমটিকুরি গ্রামে ভেঙে পড়ল একটি মাটির বাড়ি। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বাড়ির মালিক তুলোনাথ সরেন প্রাণে রক্ষা পেলেও, মৃত্যু হয়েছে তার একাধিক গৃহপালিত পশুর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতেই হঠাৎ করে ভেঙে পড়ে তুলোনাথ সরেনের কাঁচা বাড়িটি। মাটি ধসে যাওয়ার শব্দ শুনে তৎক্ষণাৎ কোনও রকমে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। তবে তখন ঘরের ভেতরে থাকা পশুগুলি আর বেরিয়ে আসতে পারেনি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সেগুলির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত তুলোনাথ সরেন জানান, গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণের কারণে বাড়ির অবস্থা খারাপ হচ্ছিল। তিনি আগেই প্রশাসনের কাছে ত্রিপলের আবেদন করেছিলেন, যাতে অন্তত কিছুটা সুরক্ষা নিশ্চিত করা যায়। কিন্তু অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সেই ত্রিপল এখনো মেলেনি।
তার আক্ষেপ, “যদি সময়মতো ত্রিপল পেতাম, তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। আমার আর্থিক অবস্থাও এমন নয় যে নিজের খরচে ত্রিপল কিনতে পারি।”
উল্লেখ্য, গত কয়েকদিনের অতি বর্ষণে পুরুলিয়া জেলাজুড়ে একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় প্রাণহানিও ঘটেছে। জেলা প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হলেও, অনেক ক্ষেত্রেই সেই সাহায্য পৌঁছাচ্ছে না সময়মতো— অভিযোগ এলাকাবাসীর।







Post Comment