insta logo
Loading ...
×

বেদিয়া সম্প্রদায়ের শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল যুব তৃণমূল

বেদিয়া সম্প্রদায়ের শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল যুব তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বেদিয়া সম্প্রদায়ের শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলো তৃণমূলের যুব সংগঠন। পুরুলিয়া জেলা তৃণমূলের যুব সংগঠন শিশু দিবস উদযাপন করে ওই সম্প্রদায়ের শিশুদের হাতে ওই শিক্ষা সামগ্রী তুলে দেয়।

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস উপলক্ষে ১৪ই নভেম্বর সারা দেশ জুড়েই উদযাপিত হয় শিশু দিবস। ওই দিন বিকালে পুরুলিয়া-২ ব্লকের কলাকাটা গ্রামের বেদিয়া সম্প্রদায়ের শিশুদেরকে নিয়ে শাসক দলের যুব সংগঠনের উদ্যোগে শিশুদিবস পালিত হয়। বেদিয়া সম্প্রদায়ের প্রায় ৪০ জন শিশুকে শিক্ষাসামগ্রী দেওয়া হয়। কলাকাটা গ্রামে বেশ কিছু বেদিয়া পরিবারের বাস। সাপের খেলা দেখানোই হল বেদিয়াদের প্রধান পেশা। যদিও এখন অনেকেই তাদের সেই পেশা ছেড়ে অন্যান্য জীবিকা বেছে নিয়েছেন।
খাতা, রঙ, পেন্সিল, চকোলেট পেয়ে গ্রামের প্রাথমিক স্কুলের পড়ুয়া তথা বেদিয়া পরিবারের শিশুরা ভীষণই খুশি হয়। ওই পরিবারের স্কুল পড়ুয়া শিশু সরস্বতী, শিল্পারা হাতের কাছে রঙ, তুলি, খাতা পেয়ে খুশিতে মেতে ওঠে। তাদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন যুব তৃণমূলের জেলা সহ- সভাপতি বিকাশ মাহাত, পুরুলিয়া-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রীদাম কালিন্দি, শিক্ষক সংগঠনের পিন্টু রায়, এম.ডি পায়েল প্রমুখ। বিকাশ জানান, “আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যৎ। তাদেরকে উৎসাহিত করতেই এরকম উদ্যোগ নেওয়া হয়।”

Post Comment