insta logo
Loading ...
×

হাসপাতাল থেকে নিখোঁজ যুবক, অপহরণের অভিযোগ বাঘমুন্ডিতে

হাসপাতাল থেকে নিখোঁজ যুবক, অপহরণের অভিযোগ বাঘমুন্ডিতে

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

হাসপাতাল থেকে জঙ্গলে পালিয়ে আচমকাই নিখোঁজ এক যুবক। সেই ঘটনার পিছনে অপহরণের যোগ থাকতে পারে—এমনই অভিযোগ তুলে এক দম্পতি-সহ তিন জনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন নিখোঁজ যুবকের বাবা। অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ। শুরু হয়েছে তদন্তও।

নিখোঁজ যুবক ইব্রাহিম আনসারীর বাড়ি পাথরডি গ্রামে। তাঁর বাবা আদম আনসারীর দাবি, ২১ নভেম্বর সকালে সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে ছেলে থানায় যাওয়ার নোটিশ পেয়েছিল। থানায় পৌঁছনোর পরই ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ে। পুলিশ তাঁকে নিয়ে যায় পাথরডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই হঠাৎ ছুটে জঙ্গলের দিকে চলে যায় ইব্রাহিম—এমনটাই দাবি পরিবারের।

এর পর থেকে যুবকের আর কোনও হদিশ নেই। পুলিশের তরফে পরিবারকে বিষয়টি জানানো হয়। আত্মীয়দের বাড়ি ও আশপাশের জঙ্গলেও তল্লাশি চালানো হলেও ইব্রাহিমের খোঁজ মেলেনি।

পরিবারের অভিযোগ, বাঘমুন্ডি এলাকার এক দম্পতি-সহ কয়েকজন মিলে ইব্রাহিমকে অপহরণ করে কোথাও আটক করে রেখেছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment