insta logo
Loading ...
×

নিহত তরতাজা যুবক, শোকস্তব্ধ কুঁচিয়া

নিহত তরতাজা যুবক, শোকস্তব্ধ কুঁচিয়া

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান : রাস্তার মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। বাইক থেকে পড়ে গেল এক যুবক। মৃত্যু হল এক তার। মৃতের নাম কুহেল মান্ডি (২৫)। যুবকের বাড়ি পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার কুঁচিয়া গ্রামে। বুধবার রাতে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিল ওই যুবক। বাড়ি পৌঁছানোর আগে গ্রামেই ওই যুবক বাইক থেকে পড়ে যায়। জখম রক্তাপ্লুত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তার। যুবকের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Post Comment