অমরেশ দত্ত, মানবাজার:
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অকালে ঝরে গেল এক তরতাজা যুবকের প্রাণ। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গোটা মানবাজার এলাকায়। মানবাজার পোদ্দার পাড়া এলাকার বাসিন্দা লক্ষীকান্ত দত্ত (২৫) ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকার একটি কোম্পানিতে কাজ করতেন। জানা যায়, গত তিন চার দিন আগে কাজের সূত্রে তিনি ধানবাদ আসেন। অন্যদিনের মতো শনিবারও ধানবাদের বারবাড্ডা কল্যাণপুরে বাইকে একজনকে ছেড়ে আসার সময়, আচমকা অজ্ঞান হয়ে যান তিনি। স্থানীয়রা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ ময়নাতদন্তের পর রবিবার পরিবারের হাতে তুলে দেয় যুবকের দেহ।
Post Comment