নিজস্ব প্রতিনিধি,আড়শা: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। তার বাড়ি আড়শা থানার গন্ধবাজার গ্রামে। মৃতেরর নাম কৃষ্ণ রাজোয়ার(২১)।বাড়ির মধ্যেই দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা।তারা দেহটি নামিয়ে তারা প্রথমে নিয়ে যান সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।খবর দেওয়া হয় পুলিশকে। সেখান থেকে ময়না তদন্তের জন্য দেহটিকে পাঠানো হয় দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, যুবকটি নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। দীর্ঘদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন। ঘটনাস্থল থেকে মিলেছে একটি সুইসাইড নোট। ঘটনার তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।

Post Comment