নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ল এক যুবক। কংক্রিটের রাস্তায় মাথা ঠুকে মৃত্যু হলো তার। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম সুশান্ত মল্লিক (২২)। তার বাড়ি নিতুড়িয়া থানার আচকোদা গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে মকর সংক্রান্তির দিন দুপুরে নিতুড়িয়া থানার ভালডুবি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে ওই যুবক। কংক্রিটের রোডে মাথা ঠুকে যাওয়ায় গুরতর জখম হয় সে। তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Post Comment