insta logo
Loading ...
×

নাবালিকা অপহরণের অভিযোগে সাঁওতালডিহিতে গ্রেফতার যুবক

নাবালিকা অপহরণের অভিযোগে সাঁওতালডিহিতে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি :

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেফতার এক যুবক। ধৃত যুবককে গ্ৰেফতার করেছে পুরুলিয়ার সাঁওতালডি থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গৌতম বাউরি। বাড়ি সাঁওতালডি থানার ইছর গ্রামে। বুধবার সন্ধ্যায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়েছিল সাঁওতালডি থানা এলাকার ওই নাবালিকা। এরপরেই নিখোঁজ হয়ে যায় সে। নাবালিকার খোঁজ বিভিন্ন জায়গায় করেও কোনো সন্ধান পায়নি তার পরিবার। অবশেষে ওই নাবালিকার পরিবারের সদস্যরা সাঁওতালডি থানার অভিযোগ দায়ের করেন। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি অপহরণের মামলা রুজু করে পুলিশ। এই ঘটনায় তদন্তে নেমে বৃহস্পতিবার ভোরে কাশিপুর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তারপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এরই পাশাপাশি এদিন ডাক্তারি পরীক্ষার পর শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেওয়া ওই হয় নাবালিকাকে।

Post Comment