insta logo
Loading ...
×

শ্লীলতাহানির অভিযোগে জয়পুরে গ্রেফতার যুবক

শ্লীলতাহানির অভিযোগে জয়পুরে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

বছর ৪০-র এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতের নাম সহদেব মাঝি। বাড়ি জয়পুর থানার রড়কোচা গ্রামে। সোমবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বছর ৪০-র ওই মহিলা। ওই নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, রবিবার সকালে হেঁটে যাওয়ার সময় অভিযুক্ত যুবক অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে পেছন থেকে জাপটে ধরে। এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন তিনি। পরে তিনি চিৎকার
-চেঁচামেচি করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি শ্লীলতাহানির মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।

Post Comment