insta logo
Loading ...
×

জয়পুরে রড নিয়ে হামলার অভিযোগে যুবক গ্রেফতার

জয়পুরে রড নিয়ে হামলার অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: পড়শি এক যুবকের ওপর রড নিয়ে হামলা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ শনিবার তাকে গ্রেফতার করে। ধৃতের নাম রমেশ মাহাতো। তার বাড়ি জয়পুর থানার বালিয়াগোড়া গ্রামে। রবিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
শুক্রবার সন্ধ্যায় মলকা মাহাতোর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত। অভিযোগ কিছুক্ষণ পর সে বাড়ি থেকে একটি লোহার রড নিয়ে এসে হামলা চালায়। যার ফলে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবক মাটিতে লুটিয়ে পড়েন। রাতেই তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জয়পুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। এই মর্মে শনিবার মলকা মাহাতোর অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ।

Post Comment