insta logo
Loading ...
×

ধর্ষণের অভিযোগে ঝালদায় যুবক গ্রেফতার

ধর্ষণের অভিযোগে ঝালদায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঝালদা : এক বধূকে ধর্ষনের অভিযোগে ঝালদায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ভৃগু মাহাতো। তার বাড়ি ঝালদা থানার সারামবো গ্রামে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। ওই বধূর ডাক্তারি পরীক্ষাও হয়। তিনি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝালদা থানা এলাকার একটি গ্রামে বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই মহিলা বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই সময় একাকীত্বের সুযোগ নিয়ে ওই বধূর ওপর ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। মুখ চাপা দিয়ে একটি ঝোপে টেনে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই বধূর
অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু হয়।

Post Comment