নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
প্রতিবেশীকে খুনের চেষ্টা। অভিযোগ দায়ের থানায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ। ধৃতের নাম অভিনাথ ওরফে অভিনাশ বাস্কে। বাড়ি এই থানারই কেন্দাপাড়া গ্রামে।
চলতি মাসের পয়লা বান্দোয়ান থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কেন্দাপাড়া গ্রামের বাসিন্দা মৃণাল বাস্কে পুলিশকে জানান গত মাসের ২২ তারিখ রাতে খাওয়া দাওয়া সেরে বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন তিনি। মধ্যরাতে আচমকাই একটি ধারালো তরোয়াল নিয়ে তার উপর এলোপাথাড়ি কোপ মারতে থাকে অভিনাথ। তিনি গুরুতর আঘাত পান। তার চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠলে প্রতিবেশী যুবক ঘটনাস্থল থেকে পালায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে রুজু করা মামলার তদন্তে নেমে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment