নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া : এ যেন মদের ফোয়ারা! ডজন ডজন বোতল। আর বোতল ভর্তি কারণবারি। অবশ্য সবটাই বেআইনি। ফলে পুলিশের হাতে গ্রেপ্তার হল মদের কারবারি। উদ্ধার হয়েছে ৬০ বোতল দেশি মদ। পুলিশ সূত্রে খবর , ধৃতের নাম উমাকান্ত রাজোয়াড়। বাড়ি পুরুলিয়ার মফস্বল থানার দুমদুমি গ্রামে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উমাকান্ত রাজোয়াড়ের বাড়িতে হানা দেয় পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ধৃতের বাড়ি থেকে ৬০ বোতল দেশি মদ উদ্ধার হয়। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িয়ে কিনা তার তদন্ত শুরু হয়েছে।
Post Comment