insta logo
Loading ...
×

স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম প্রদীপ বাউরি। তার বাড়ি পুরুলিয়া শহরের মুন্সেফডাঙ্গা এলাকায়। বুধবার রাতে অভিযুক্তকে রাঘবপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় অপহৃত নাবালিকা। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে এদিন ডাক্তারি পরীক্ষার পর ওই নাবালিকা জেলা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ নভেম্বর সকালে বাড়ি থেকে স্কুলের জন্য বেরিয়েছিল ১৫ বছর বয়সী ওই কিশোরী। তারপরেই সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানতে পারে ওই নাবালিকাকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে গিয়েছে অভিযুক্ত প্রদীপ। পুলিশ জানিয়েছে, নাবালিকার পরিবারের তরফে বুধবার পুরুলিয়া মফস্বল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার করে অপহৃত কিশোরীকে।

Post Comment