নিজস্ব প্রতিনিধি, বরাবাজার: নাবালিকাকে ফুসলিয়ে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। ধৃত যুবকের নাম রূপ কুমার মাঝিম। তার বাড়ি বরাবাজারের সরবেড়িয়ায়। গত শুক্রবার রাতে বাড়ি থেকে এক নাবালিকাকে ফুসলিয়ে বাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর শনিবার বরাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই যুবকের বিরুদ্ধে। যার পরিপ্রেক্ষিতে বরাবাজার থানার পুলিশ একটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Post Comment