নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা
প্রেমিকের সঙ্গে তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার পুঞ্চা থানার পুলিশ। ধৃতের নাম দেবনাথ চট্টোপাধ্যায়। তার বাড়ি বাঁকুড়া জেলার হিড়বাঁধ থানার সিমলা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে পুঞ্চা এলাকার বছর ১৯ এর এক তরুণী ১৯ জানুয়ারি পুঞ্চা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানান, প্রেমিকের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বারে বারে পোস্ট করে ভাইরাল করা হয়েছে। মামলা রুজু করে পুলিশ। তদন্ত শুরু করেন মানবাজার সার্কেল ইন্সপেক্টর। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মাস ছয়েক আগে প্রথম ওই ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছিল।সম্প্রতি ফেসবুকেই আরও কয়েকটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে পুনরায় সেই ছবি পোস্ট হয়। তার পর থেকেই সেটি ভাইরাল হয়। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজত হয়। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন কোথা থেকে ওই ছবি পেয়েছিল সে। সেই ছবি ভাইরাল করার উদ্দেশ্য কী ছিল তাও জানতে চাইছেন তদন্তকারীরা।









Post Comment