নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
পুরুলিয়া ঝালদা থানার দড়দা গ্রামে প্রতিবেশী এক মহিলার উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগে অবশেষে গ্রেফতার হলো অভিযুক্ত যুবক সন্দীপ মুড়া। ঘটনাটির পর প্রায় এক মাসেরও বেশি সময় পলাতক থাকার পর মঙ্গলবার বাড়িতে ফিরতেই তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর আক্রান্ত মহিলা ঝালদা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করলেও, অভিযোগের পর থেকেই এলাকা ছেড়ে গা-ঢাকা দেয় সন্দীপ।
মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ। দীর্ঘদিনের পলাতককে সেখান থেকেই গ্রেফতার করা হয়।
বুধবার তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।









Post Comment