নিজস্ব প্রতিনিধি, হুড়া:
যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘটনায় উঠল খুনের অভিযোগ। অভিযোগ যুবকের প্রেমিকা ও প্রেমিকার মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার হুড়া থানায় মৃতের এক প্রতিবেশী লিখিত অভিযোগ দায়ের করে জানান, গত ২১ মার্চ দুপুরে হুড়া থানার ধগোড়া গ্রামের অদূরে একটি গাছ থেকে ওই গ্রামের বাসিন্দা সঞ্জিত টুডুকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে যায়। প্রতিবেশী ওই অভিযোগকারীর দাবি এক কিশোরীর সঙ্গে মৃত যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। এই ঘটনায় ওই যুবককে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয় প্রেমিকা ও তার মায়ের বিরুদ্ধে।। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।









Post Comment