নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
অজ্ঞাত গাড়ির ধাক্কা কেড়ে নিল যুবকের প্রাণ। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে টামনা থানার কাড়ামারা মোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা মারে বাইক আরোহী বিন্দু বাস্কে (৩৫)কে। গুরুতর জখম কাড়ামারা গ্রামের বাসিন্দা এই যুবককে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান প্রাণ নেই যুবকের দেহে।
Post Comment