নিজস্ব প্রতিনিধি, হুড়া:
কেটেছিলেন ১৫০ টাকার লটারি। আর তার কয়েক ঘণ্টার মধ্যে প্রথম পুরস্কার। মুহূর্তে কোটিপতি পুরুলিয়ার হুড়া এলাকার আমঘাটা গ্রামের বছর ৪৪এর যুবক পার্থজিৎ মাহাত। একদিকে খুশি। অন্যদিকে কোটি টাকার আতঙ্ক। লটারির টিকিট হুড়া থানার মালখানায় নিশ্ছিদ্র নিরাপত্তায় রেখেও উৎকণ্ঠা কাটেনি। দাদা কৃপাসিন্ধুকে নিয়ে শনিবার সারা রাত থানার মধ্যেই কাটালেন লটারি জয়ী পার্থজিৎ। মাহাত ও তার দাদা ।
পার্থজিৎ বাবু একজন ঠিকাদার। তিনি বলেন,”শনিবার দুপুরে হুড়ার কুলগোড়ায় দেড়শো টাকা দিয়ে নাগাল্যান্ড রাজ্যের ডিয়ার লটারি কেটেছিলাম। রাত ৮ টায় ছিলো খেলা। তাতেই এক কোটি টাকা জিতে যাই। বেশি টাকা পুঁজি না থাকায় এতদিন ছোট খাটো সরকারি কাজ করতাম। এই টাকা পুঁজি করে এবার বড় কাজ করতে পারবো।”
আতঙ্ক কেন? তিনি বলেন,” ভয় ছিলো যদি কেউ কেড়ে নেয় লটারির ওই টিকিট, সেই ভয় নিয়ে এক বন্ধুর চার চাকার গাড়িতে করে দাদা কৃপাসিন্ধুকে সঙ্গে নিয়ে দ্রুত হুড়া থানায় পৌঁছাই। সেখানে ডিউটি অফিসারকে বিষয়টি জানানোর পরে নিয়ম মোতাবেক সেটি থানার মালখানায় সেফ কাস্টডিতে রাখা হয়। ” রাতে ভয় আর আনন্দে তারা আর খাওয়াদাওয়া করেননি। রাতজাগা চোখে মিশে উৎকণ্ঠা আর ভয়। নিরাপত্তা নিশ্চিত বুঝে তবে রবিবার বাড়ি ফেরেন দু ভাই।
Post Comment