insta logo
Loading ...
×

ফ্রিতে দইয়ের শরবত

ফ্রিতে দইয়ের শরবত

অমরেশ দত্ত, মানবাজার:

তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধ্বে উঠছে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সকাল থেকেই শুনশান রাস্তা ঘাট। নিতান্তই প্রয়োজন না পড়লে বেরোচ্ছেন না কেউই। জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষের কথা মাথায় রেখে শ্রীমদ রাজচন্দ্র মিশনের (ধরমপুর) উদ্যোগে ও মে আই হেল্প ইউ গ্রুপের ব্যবস্থাপনায় মানবাজার ব্যাংক মোড়ের সামনে বিতরণ হচ্ছে বিনামূল্যে দইয়ের সরবৎ। একমাস ধরে এই কর্মসুচি চলবে বলে জানা যায়। পথ চলতি তৃষ্ণার্ত মানুষের হাতে দইয়ের সরবৎ দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষজন।

Post Comment