নিজস্ব প্রতিনিধি , মানবাজার :
না ফেরার দেশে চলে গেলেন মানবাজার নামোপাড়ার বাসিন্দা বিশিষ্ট যাত্রাশিল্পী ও সমাজসেবী নিরঞ্জন গোস্বামী। ১৩ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টা ৫০ নাগাদ শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। বয়সকালে তাঁর অভিনয় প্রতিভা তাক লাগিয়ে দিত আপামর যাত্রামোদী দর্শকদের। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক জগতে নেমে এসেছে অপার শূন্যতা।











Post Comment