নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া: খোদ রাজ্যের মন্ত্রীর হাত থেকে সাহায্য পেল দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীরা। তাদের প্রত্যেকের হাতে ৭০০ টাকার চেক তুলে দেওয়া হলো পুরুলিয়া জেলা যাদব সভার পক্ষ থেকে। পুরুলিয়া জেলার হুড়া-লালপুর কমিউনিটি হলে বৃহস্পতিবার পুরুলিয়া জেলা যাদব সভা জেলা সম্মেলন আয়োজন করা হয়। সেই সম্মেলনে ১০০ জন দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে এই সাহায্য প্রদান করে সংস্থাটি। উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, আদিবাসী নেতা গুরুপদ টুডু সহ অন্যান্যরা। মাধ্যমিক থেকে অনার্স পর্যন্ত যাদব সমাজের ছাত্র-ছাত্রীদেরকে অর্থ সাহায্য প্রদানের পাশাপাশি সম্বর্ধনা দেওয়া হয়। “সমাজের দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের ফি বছর এই অর্থ প্রদান করা হয় তাদের উচ্চ শিক্ষার জন্য”, জানিয়েছেন বঙ্গীয় যাদব মহাসভার সেক্রেটারি জেনারেল বাণীব্রত মণ্ডল।

Post Comment