বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
বন্ধ রয়েছে এক্স রে। পুরুলিয়া জেলার প্রধান সরকারি হাসপাতাল দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে বন্ধ ডিজিটাল এক্স-রে পরিষেবা। মেডিকেল হাতোয়াড়া ক্যাম্পাসে এক্সরে পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি শহরের মধ্যে অবস্থিত সদর হাসপাতালের বিল্ডিংয়ে থাকা ডিজিটাল এক্সরে পরিষেবাও বন্ধ রয়েছে। তালা ঝুলছে এক্সরে রুমের দরজায়।
গোটা হাসপাতালে চালু রয়েছে একটিমাত্র ম্যানুয়ালি পরিচালিত এক্স-রে। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রুগীদের দীর্ঘ লাইন।ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন তারা।
মেডিকেল কলেজের এম.এস.ভি.পি সুকোমল বিষয়ী বলেন, “ডিজিটাল এক্স রে মেশিনের ফিল্ম শেষ। যে কোম্পানি এই এক্স রে মেশিন চালানোর বরাত পেয়েছে ডিসেম্বরেই শেষ হচ্ছে তাদের চুক্তি। নতুন করে তারা আর টেন্ডার পায়নি৷ ফলে অনীহা রয়েছে তাদেরও৷ উর্ধতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। হাথোয়াড়া ক্যাম্পাসে যে ম্যানুয়াল এক্স রে মেশিন আছে তার একটি টিউব খারাপ হয়ে গেছে। সদর হাসপাতাল ক্যাম্পাসের ম্যানুয়াল এক্স রে মেশিন চলছে। তাতে দৈনিক ৮০-৯০টা এক্স রে করা হচ্ছে।”
Post Comment