insta logo
Loading ...
×

বিশ্ব জল দিবসে এ কী হলো ?

বিশ্ব জল দিবসে এ কী হলো ?

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

পৃথিবীর তিন ভাগ জল, একভাগ স্থল। অথচ বেশিরভাগ জল ব্যবহারের অযোগ্য৷ জল সংরক্ষণের প্রয়োজনীয়তা শিশুদের মধ্যে চারিয়ে দিতে উদ্যোগ নিল জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। তাদের উদ্যোগে ২২ মার্চ বিশ্ব জল দিবস পালিত হল জয়পুর ব্লকের হাতিমুড়ি প্রাথমিক বিদ্যালয়ে।
উপস্থিত ছিলেন হাতিমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক লেনিন দত্ত, সহ-শিক্ষক অম্বুজ কুমার হাজরা, পার্শ্ব শিক্ষক আলোতি মাহাত, হাতিমুড়ি জুনিয়ার হাই স্কুলের সহ-শিক্ষক ধনঞ্জয় মাহান্তি, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জয়পুর ব্লকের বিপিএম মহম্মদ মুস্তাক শাহ্, বিসিএম শ্রীমন্ত সরকার ও সালাউদ্দিন আনসারী।
ছাত্র-ছাত্রীদের নিয়ে জল সংরক্ষণ, জল বাহিত রোগ এবং এর উপাচার,পানীয় জলের সঠিক ব্যবহার,অকারণে খোলা কল বন্ধ রাখা প্রভৃতি বিষয় নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয় এদিন। সমাজের একটা বড়ো অংশের কার্যকলাপের ফলে পানীয় জলের স্তর কমে যাচ্ছে, দূষিত হচ্ছে জল। একমাত্র সচেতনতা রক্ষা করতে পারে সভ্যতাকে, বললেন শিক্ষকেরা।

জলই জীবন। তাই জল বাঁচানোর লক্ষ্যে এলাকার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য জল বাঁচাও প্রাণ বাঁচাও এই স্লোগানটিকে সামনে রেখে গ্রামে একটি র‍্যালি আয়োজিত হয় এদিন। হাতিমুড়ি প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা এই র‍্যালিতে অংশ নেয়।

Post Comment