নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন হয়ে গেলো পুরুলিয়া স্পন্সর্ড টিচার্স ট্রেনিং কলেজের প্রেক্ষাগৃহে। নাট্য সংস্থা পাঞ্চজন্য ও পুরুলিয়া স্পন্সর্ড টিচার্স ট্রেনিং কলেজের উদ্যোগে মনোজ্ঞ অনুষ্ঠানটির কেন্দ্রে ছিলো নাট্য বিষয়ক আলোচনা ও সম্মাননা প্রদান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নচিকেতা বন্দ্যোপাধ্যায়।

মনোজ মিত্রের নাট্যচিন্তা বিষয়ে সুচিন্তিত বক্তব্য পেশ করেন পুরুলিয়া স্পন্সর্ড টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ডঃ শ্যামল কুমার বিশ্বাস। মফস্বল শহরে এবং গ্রামে নাট্য চর্চায় যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে নিজের আলোচনায় তা তুলে ধরেন অধ্যাপক তথা নাট্য পরিচালক ড. ছন্দম দেব। আয়োজকদের পক্ষ থেকে এদিন পুরুলিয়ার প্রবাদপ্রতিম নাট্যব্যক্তিত্ব এবং পুরুলিয়া স্পন্সর্ড টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত রামকমল অধিকারীর প্রতি নিবেদিত হয় মরণোত্তর সম্মাননা।
Post Comment