insta logo
Loading ...
×

‘দিতে হবে পৌষ পরবের বোনাস’ শ্রমিক মিছিল বলরামপুরে

‘দিতে হবে পৌষ পরবের বোনাস’ শ্রমিক মিছিল বলরামপুরে

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:

কেউ কাজ করেন লাক্ষা কুঠিতে, কেউ সবজি মাণ্ডিতে মাথার ঘাম পায়ে ফেলেন। বিভিন্ন মালিক এইসব শ্রমিকদের। বেতনও সমান নয়। এবার দাবি উঠল সামনের পৌষ পার্বণে দিতে হবে শ্রমিকদের বোনাস।
এই দাবি নিয়ে বলরামপুর ব্লক আইএনটিটিইউসি-র উদ্যোগে শ্রমিকদের নিয়ে আয়োজিত হলো বিশাল মিছিল। শাসকদলের শ্রমিক সংগঠনের ব্যানারে মুটিয়া মজদুর শ্রমিকদের স্বার্থে বোনাস এবং বেতন বৃদ্ধির দাবিতে বলরামপুর শহরে এক বিশাল মিছিল এর আয়োজন হয়। সোমবার সকালে এই মিছিল শুরু হয় স্থানীয় একটি বেসরকারী ধর্মশালা থেকে। বলরামপুর বাজার পরিক্রমা করার পর পুনরায় ওই ধর্মশালায় শেষ হয় মিছিলটি। মিছিলে প্রায় ৫০০ জন শ্রমিক অংশগ্ৰহণ করেন।
শাসকদলের শ্রমিক সংগঠনের বলরামপুর ব্লক সভাপতি সুমিত পান্ডা বলেন, “সামনেই পৌষ পরব। শ্রমিক শ্রেণির মানুষেরা উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন। এই উৎসব তাদের প্রধান উৎসব। তাই শ্রমিকদের মালিকেরা তাদের বকেয়া টাকা এবং উৎসবের বোনাস তাড়াতাড়ি মিটিয়ে দিন। এই দাবি নিয়ে বলরামপুরের একটি ধর্মশালায় সভা করা হলো। পাশাপাশি শ্রমিকদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। যেখানে প্রায় ৫০০ জন শ্রমিক মজদুর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।”

Post Comment