নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুরুলিয়া শহরে মৃত্যু হল এক শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম শক্তিপদ মাহাতো (৩২)। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার কুস্টুকা গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিক পুরুলিয়া শহরের নাপিত পাড়া এলাকায় একটি দোতলা বাড়ি নির্মাণের কাজে যুক্ত ছিলেন। সেখানেই উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খোলা তার ছিলো। কাজ করার সময় অসাবধানবশত তারের স্পর্শে গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরুলিয়া সদর থানার পুলিশ। শহরের ওই এলাকার মানুষজন প্রশ্ন তুলেছেন, কিভাবে জনবসতি এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের খোলা তার যত্রতত্র পড়ে থাকবে? ফলে বিদ্যুৎ দফতরকেই কাঠগড়ায় তুলেছেন শহর পুরুলিয়ার মানুষজন। ওই দফতর জানিয়েছে বিষয়টি দেখা হচ্ছে।










Post Comment