নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম গুলশন কুমার (২৩)। তার বাড়ি বিহারের পাটনায়। পুরুলিয়া জিআরপি জানিয়েছে ওই ব্যক্তি পেশায় ঠিকা শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ সেরে যাওয়ার সময় দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া – কোটশিলা শাখায় বারবেন্দা এলাকায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায় সে। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকের করণীয় কিছুই ছিল না।
Post Comment