insta logo
Loading ...
×

ট্রাক্টরের চাকায় পিষ্ট শ্রমিক

ট্রাক্টরের চাকায় পিষ্ট শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ খোয়ালো এক শ্রমিক। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনার শিকার হয় সে। সোমবার সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়ার জয়পুর থানার ফরেস্টমোড়ে। জখম ওই যুবককে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ঝাড়খন্ডে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম জগন্নাথ কুমার (৩৫)। বাড়ি জয়পুর থানার কোকিয়াড়া গ্রামে। ওই যুবক ট্রাক্টর শ্রমিকের কাজ করতো। সোমবার ইট নামিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে জয়পুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Post Comment