insta logo
Loading ...
×

ঘর নেব না, এ কী বললেন প্রধানের স্বামী!

ঘর নেব না, এ কী বললেন প্রধানের স্বামী!

অমরেশ দত্ত, পুঞ্চা :

সরাসরি বিডিওর চেম্বারে প্রধানের স্বামী। একেবারে লিখিত আবেদন পত্র দিয়ে জানিয়ে দিলেন তাঁর নাম আবাস প্লাস তালিকায় থাকলেও বাড়ি তিনি নেবেন না। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পুরুলিয়ার পুঞ্চা ব্লক জুড়ে। শাসক দল তৃণমূলের দাবি মানবিকতার পরিচয় দিলেন পুঞ্চা ব্লকের নপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী।

পুঞ্চা ব্লকের নপাড়া অঞ্চলের প্রধান অপর্ণা কালিন্দী। তাঁর স্বামী নিরঞ্জন কালিন্দী এখন সংবাদ শিরোনামে। তাঁর নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। কিন্তু তাঁর স্ত্রী যে অঞ্চলের প্রধান! শাসন ক্ষমতায় থাকা একজন ব্যক্তি! ফলে সরকারের দেওয়া এই সুযোগ তিনি নেবেন না। পুঞ্চা ব্লকের বিডিওকে দেওয়া চিঠিতে এই কথাই লিখেছেন নিরঞ্জনবাবু। তিনি বলেন, কেন্দ্র সরকার টাকা আটকে রাখায় আমাদের অঞ্চলের বহু গরিব মানুষ ঘর পায়নি। এমতাবস্থায় যোগ্য হয়েও আমি কী করে ঘর নেব? স্বামীর সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন নপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা দেবী। তিনিও দুষেছেন কেন্দ্র সরকারকে।

প্রধান ও প্রধানের স্বামীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মাহাতো। তিনি বলেন, প্রধানের স্বামীর নাম যখন আবাস যোজনার তালিকায় আছে তখন বুঝতে হবে তিনি যোগ্য বলেই নাম আছে। এক্ষেত্রে ঘর না নেওয়ার সিদ্ধান্তে মানবিকতার পরিচয় দিয়েছেন তাঁরা। এরই নাম তৃণমূল কংগ্রেস, যারা নিজের আগে মানুষের কথা ভাবে।

Post Comment