অমরেশ দত্ত, পুঞ্চা:
ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে মহিলা কর্মীদের সংগঠন মজবুত করার লক্ষ্যে ব্লকে ব্লকে মহিলা কর্মীদের নিয়ে দীক্ষা কর্মসূচি শুরু করেছেন তৃণমূল প্রমীলা নেত্রীরা।প্রতিটি পরিবারের সদস্যরা সরকারি কোনও প্রকল্প পাচ্ছেন তো? যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি প্রকল্প পেতে কি কোনও অসুবিধা হচ্ছে? এই সব প্রশ্ন নিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে শনিবার পুঞ্চা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দীক্ষা বৈঠক অনুষ্ঠিত হল।

এই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি গুরুপদ টুডু, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিরঞ্জন মাহাতো,পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মাহাতো, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস, জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী বর্ণালি মাহাত সহ অন্যান্য কর্মীবৃন্দ। মন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য যে সব জনদরদি প্রকল্প গ্রহণ করেছেন, সে সম্পর্কে মানুষকে অবহিত করতেই এই দীক্ষা কর্মসূচি।
Post Comment