অমরেশ দত্ত , কেন্দা:
রামনবমীর উৎসবের মাঝে সুস্থ সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে পথে নামলেন মহিলারা। পুরুলিয়ার কেন্দা থানার জামবাদ অঞ্চলের বানসা গ্রামে মদ বিক্রি বন্ধ করতে ও নেশামুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে পথে নামেন তারা। গ্রামের বাসিন্দা আলতা মাহাতো বলেন , “মদের কারণে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে।

বাড়ির পুরুষেরা প্রায় দিন মদ খেয়ে বাড়ি এসে অশান্তি করছে। মদ খাওয়া যদি বন্ধ না করা হয় তাহলে আগামী দিনে পরবর্তী প্রজন্মের ছেলেরাও মদের প্রতি আসক্ত হয়ে উঠবে। এতে সুস্থ সমাজ কোনভাবেই গড়ে উঠবে না। “
তাঁরা বলেন, নেশার কারণে যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। মদ বিক্রি বন্ধ হলে গড়ে উঠবে সুস্থ সমাজ। তাদের গ্রামে মদ বিক্রি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন মহিলারা।
Post Comment