নিজস্ব প্রতিনিধি, হুড়া : মহিলা ফুটবল নজর কাড়লো হুড়ায়। বাঙালির প্রিয় ফুটবল মিশে গিয়েছে পুজোতেও।
ফুটবল খেলার প্রতি এলাকার মেয়েদের উৎসাহ বাড়াতে প্রীতি ম্যাচের আয়োজন করেছিল হুড়া ব্লকের জবড়রা আঞ্চলিক সর্বজনীন দুর্গোৎসব কমিটি। বুধবার মুদিডি সংসদ মাঠে ওই খেলা হয়। পুরুলিয়ার পাকবিড়রা ভৈরব মহিলা ফুটবল দল ও বাঁকুড়া বেলুট মহিলা ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ হয়। প্রীতি ম্যাচ হলেও সমগ্র খেলা জুড়ে ছিল টানটান উত্তেজনা। খেলা শেষে ৩-১ গোলে জয়ী হয় বাঁকুড়ার বেলুট মহিলা ফুটবল দল। জবড়রা আঞ্চলিক সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে পতিতপবন মাহাত জানান, “আমাদের দুর্গাপুজা ১৫ বছরে পা দিয়েছে। খেলাধূলার প্রতি মেয়েদের উৎসাহ বাড়াতে দুর্গাপুজা উপলক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।”
ওই মহিলা ফুটবল দেখতে ভিড় উপচে পড়েছিল মাঠে।

পুজোতে মহিলা ফুটবল, নজর কাড়লো জবড়রা
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment