নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
নতুন বছরের শুরুতেই খেল দেখাবে মহিলা তৃণমূল। দেবে দীক্ষা! করবে আলাপচারিতা। আর অপরাজিতা বিলকে সত্বর আইনে রূপান্তরের দাবিতে করবে মিছিল।
ক্যালেন্ডারে নতুন ইংরেজি বছর পড়তেই রাজ্যের শাসক দলের মহিলা সংগঠনকে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঝাঁপাচ্ছে।
তৃণমূল ভবনে সংগঠনের জেলা মহিলা সভানেত্রী ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বৃহস্পতিবার টানা ২ মাস একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করা হয়। বৈঠকে ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কর্মসূচিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
দীক্ষা :
চলছে ক্রিসমাস উৎসব। এই উৎসবের মধ্যে জনসংযোগের ভিতকে আরও মজবুত করতে বড়দিনের পর ২৬শে ডিসেম্বর থেকে ২৫শে জানুয়ারির মধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ব্লক ও শহরের কর্মীসভা করবে মহিলা তৃণমূল। ওই
কর্মসূচির নাম দীক্ষা। কর্মী সভার মধ্য দিয়ে মহিলা কর্মীরা নেতৃত্বের কাছ থেকে দল চালানোর পাঠ নেবেন। শিখে নেবেন আন্দোলনের কৌশল। আর তাই এই কর্মসূচির নাম দীক্ষা।
আলাপচারিতা :
২৭ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় ধাপ ‘আলাপচারিতা’। কর্মীদের নিজেদের সম্পর্ক মজবুত করতে এই কর্মসূচি। ব্লক এবং শহরের কর্মী সভার পর ২৭ শে জানুয়ারি থেকে
২৭শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জেলা সম্মেলন সেরে নিতে হবে। জেলা সম্মেলনের তারিখ অবশ্য চূড়ান্ত হয়নি এখনও । তবে প্রতিটি জেলা সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্ব।
‘চাই সত্বর অপরাজিতায় স্বাক্ষর’ :
৪ জানুয়ারি ‘চাই সত্বর অপরাজিতায় স্বাক্ষর’ এই দাবিতে মিছিল কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল। সম্প্রতি বিধানসভায় পাশ হয়েছে মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল। সেই বিলটিকে আইনে পরিণত করতেই কেন্দ্রীয় সরকারের কাছে চাপ সৃষ্টি করবে মহিলা তৃণমূল। এই দাবিতে ইতিমধ্যে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে পথসভা ও ধর্না কর্মসূচিও নেওয়া হয়েছে। সংগঠনের রাজ্য নেতৃত্ব থেকে নির্দেশ দেওয়া হয়েছে জানুয়ারি মাস জুড়ে সকল কর্মসূচিতে মহিলা সদস্যদের
স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে হবে।
পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সুমিতা সিং মল্ল বলেন, “টানা দু’মাস আমাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে আরও ব্যাপক ভাবে প্রচার করতেই আমাদের এই সংগঠনের এই কর্মসূচি। কর্মী সভা জেলা সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে আরও মজবুত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলার উন্নয়নের জন্য যে কাজগুলি করেছেন সেগুলি ব্যাপক হারে তুলে ধরবো এই নতুন বছরে। “
Post Comment