insta logo
Loading ...
×

মদের ভাটি ভাঙতে লাঠি হাতে পথে মহিলারা

মদের ভাটি ভাঙতে লাঠি হাতে পথে মহিলারা

দেবীলাল মাহাতো, পুরুলিয়া :

যখন দোল উৎসবে মদ বিক্রিতে রেকর্ড গড়েছে পুরুলিয়া, বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, তখনই ভিন্ন ছবি ধরা পড়লো পুরুলিয়া ১নং ব্লকের কাটাবেড়া, গাড়াফুসড়ো, চিড়কা, পটমপুটরা এলাকায়। মদ্যপানের উপদ্রব বেড়ে যাওয়ায় একত্রিত হয়ে এবার হাতে লাঠি নিয়ে পথে নামলেন শতাধিক মহিলা। ব্যানার হাতে স্লোগান দেন ” ভাটি তাড়ো, মাতাল মারো। পুরুলিয়া ১-নং ব্লকের চিড়কা আমবাগান থেকে মিছিল সমস্ত গ্রাম পরিক্রমা করে।

গ্রামের মহিলা অষ্টমী মাহাত, যশোদা মাহাত, টুম্পা রানি মাহাত প্রমুখ বলেন, “এলাকার বেআইনি মদের ঠেকগুলির জন্য ঘরে ঘরে অশান্তি ও নারী নির্যাতন বাড়ছে। রোজগারের টাকা পয়সা নেশায় নষ্ট করছে বাড়ির পুরুষেরা। বাদ পড়ছে না লক্ষ্মীর ভান্ডারের টাকাও। মহিলাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। এবার মদের বিরুদ্ধে পথে নেমেছেন তারা। হাতের নাগালে মদ পাওয়ায় কম বয়সি বাচ্চারাও মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। বেআইনি মদ ভাটি ও চোলাই মদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। বারবার বিষয়টি তারা আবগারি দপ্তর ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। তবুও এলাকায় চোলাই মদ ও বেআইনি মদের কারবার পুরোপুরি বন্ধ করা যায়নি। “

এদিনের আন্দোলনে মহিলাদের পাশে দাঁড়ায় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাত বলেন,”মহিলাদের এই আন্দোলনকে সাধুবাদ জানাচ্ছিম আমাদের সংগঠন মহিলাদের পাশে থাকাবে ।
মহিলাদের এই উদ্যোগে খুশি গ্রামের বাসিন্দারা। ‌ তারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এর আগেও জেলার বিভিন্ন মেলায় দেখা গেছে প্রমিলা বাহিনীকে মদের বিরুদ্ধে অভিযান চালাতে। বেআইনি মদ বিক্রি কিন্তু বন্ধ হচ্ছে না। ‌তাই এবার মদের বিরুদ্ধে রাস্তায় গ্রামের মহিলারা। বন্ধ কি হবে বেআইনি মদ? প্রশ্ন সর্বস্তরে।

Post Comment