insta logo
Loading ...
×

মহিলারা রণচণ্ডী! পুলিশের সামনেই নষ্ট করলেন বোতল বোতল দেশি মদ, উত্তেজনা দুবচড়কায়

মহিলারা রণচণ্ডী! পুলিশের সামনেই নষ্ট করলেন বোতল বোতল দেশি মদ, উত্তেজনা দুবচড়কায়

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:

জঙ্গলমহলের পুরুলিয়া জেলাজুড়ে ফের মাথাচাড়া দিয়ে উঠল মদবিরোধী জনআন্দোলন। মফস্বল থানার দুবচড়কা গ্রামে নজিরবিহীন দৃশ্যের সাক্ষী রইল এলাকাবাসী—পুলিশের উপস্থিতিতেই প্রমিলা বাহিনীর সদস্যারা প্রকাশ্যে দেশি মদ ফেলে দিলেন, আর তার পরেই শুরু হলো উত্তেজনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও মহিলারা থানায় গিয়ে অভিযোগ করেছিলেন, যাতে গ্রামে আর কোনওভাবেই মদ বিক্রি না হয়। কিন্তু প্রশাসনিক হস্তক্ষেপে তেমন কোনও পরিবর্তন না আসায় ক্ষোভে ফেটে পড়েন তারা। গ্রামের একাধিক মদের দোকানে অভিযান চালিয়ে দেশি মদের বোতল ভেঙে দেন প্রমিলা বাহিনীর সদস্যারা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি সামাল দেওয়া সহজ হয়নি। উলটে পুলিশকেই ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনরত মহিলারা।

দুবচড়কার বাসিন্দা কল্যাণী রজক বলেন, “গ্রামে যতদিন না মদের ব্যবসা পুরোপুরি বন্ধ হচ্ছে, আমাদের আন্দোলন চলবেই। মদের জন্য সংসারে অশান্তি, পুরুষদের হাতে টাকা টেকেই না।” একই সুরে সাধনা রজক জানান, “এই লড়াই আমাদের ঘর বাঁচানোর লড়াই।”

আবগারি দফতরের তরফে অবশ্য বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুরুলিয়া আবগারি দফতরের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট প্রতাপ সরকার বলেন, “আমরা গোটা ঘটনার উপর নজর রাখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

এই প্রথম নয়, পুরুলিয়ায় মদবিরোধী জনআন্দোলন চলছে টানা আড়াই থেকে তিন বছর ধরে। কোটশিলা, আড়শা, জয়পুর, পুরুলিয়া ১ ও ২, মানবাজার-২ সহ বিভিন্ন ব্লক এলাকায় মহিলারা নিজেরাই গড়ে তুলেছেন ‘প্রমিলা বাহিনী’, যারা গ্রামে মদ বিক্রি রুখতে প্রশাসনের আগে উদ্যোগ নিচ্ছেন। কোথাও কোথাও তো মদ বিক্রেতাদের আর্থিক জরিমানাও ধার্য করা হয়েছে গ্রামের সিদ্ধান্তে।

ফলত, জঙ্গলমহলজুড়ে মদবিরোধী এই আন্দোলন এখন এক নতুন সামাজিক বার্তা বহন করছে— “নিজেদের ঘর, নিজেরাই বাঁচাব।”

Post Comment