insta logo
Loading ...
×

মদ বিক্রি বন্ধের দাবিতে থানায় মহিলারা

মদ বিক্রি বন্ধের দাবিতে থানায় মহিলারা

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

মদ বিক্রি বন্ধে বিক্ষোভ অব্যাহত পুরুলিয়ায়। বুধবার জয়পুর ব্লকের শ্রীরামপুর গ্রামে আবারও পথে নামলেন স্থানীয় মহিলারা। কয়েকদিন আগেই গ্যাসের আড়ালে বিধিবহির্ভূতভাবে দেশি মদ পাচার ধরা পড়েছিল ওই গ্রামে। সেই মদ নষ্ট করে দিয়েছিলেন গ্রামবাসী মহিলারাই। তাঁদের অভিযোগ, দেশি মদের নেশায় পুরুষরা আসক্ত হয়ে পড়ছেন, ফলে ঘরে ঘরে অশান্তি বাড়ছে।

এদিন বিকেলে সেই শ্রীরামপুর গ্রামের মহিলারা জয়পুর থানায় লিখিতভাবে দাবি জানান, গ্রামে যেন সম্পূর্ণভাবে মদ বিক্রি বন্ধ করা হয়। একইসঙ্গে জয়পুরেরই জারাটাঁড় গ্রামেও বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় মদের বিরুদ্ধে মিছিল করল প্রমীলা বাহিনী। সেই মিছিল থেকেই একটাই স্লোগান উঠল— “অবিলম্বে মদ বিক্রি বন্ধ করতে হবে।”

Post Comment