বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
রেললাইনের ওপর থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল রেল পুলিশ। সোমবার সকালে দক্ষিণপূর্ব রেলের আদ্রা ডিভিশনের কাঁটাডি-বড়উরমা স্টেশনের মধ্যবর্তী কেঁদাডি রেল ফটক সংলগ্ন এলাকায় ঘটেছে ঘটনাটি । মৃতার নাম ছায়া কুমার(৩৩)। তাঁর বাড়ি বলরামপুর থানার অন্তর্গত বড়ডি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া জিআরপি থানার পুলিশ। স্থানীয় লোকজন ও পুলিশের প্রাথমিক অনুমান কোন মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলার। পুলিশ দেহটি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর আসল রহস্য জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।







Post Comment