insta logo
Loading ...
×

বধূর ঝুলন্ত দেহ, পুলিশের উপর চড়াও

বধূর ঝুলন্ত দেহ, পুলিশের উপর চড়াও

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

সদ্য এসেছেন বাপের বাড়ি থেকে। আর তারপর থেকে দরজা জানালা বন্ধ। দীর্ঘক্ষণ পরেও দরজা জানালা না খোলায় সন্দেহ হয় শ্বশুরবাড়ির লোকজনের। যন্ত্র দিয়ে লোহার দরজা কেটে তারা দেখেন সিলিং থেকে ঝুলছেন গৃহবধূ। গলায় ওড়নার ফাঁস। ঘটনা সোমবার জয়পুর থানার পালঞ্জায়। আসে পুলিশ। তাকে সেখান থেকে নামিয়ে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। চিকিৎসক জানান প্রাণ নেই তাঁর শরীরে। পুলিশ সূত্রে মৃতার নাম সাদেরুন বিবি (২০)। কোটশিলা থানার ডিমু গ্রামে তাঁর বাপের বাড়ি। বছর দুয়েক আগে পালঞ্জা গ্রামের নজরুল আনসারির সঙ্গে তাঁর বিয়ে হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। হচ্ছে ম্যাজিস্ট্রেট পর্যায়ের সুরতহাল। মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। পুলিশ সূত্রে জানা গেছে কেন পুলিশ দেহ হাসপাতালে নিয়ে এলো এই প্রশ্নে ডিমু গ্রামের বেশ কয়েকজন জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই পুলিশের ওপর চড়াও হন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ১৩ জনকে।

Post Comment