নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হল বধূর ঝুলন্ত দেহ।মৃতার নাম আয়েশা খাতুন (২১)। বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল তার। জয়পুর থানার দামবেড়া থেকে পাশের গ্রাম আমিরডিতে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই বধূর স্বামী কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। পুলিশ পরিবারের কাছ থেকে জানতে পেরেছে বুধবার রাতে ফোনে স্বামীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে আয়েশা। উভয়ের মধ্যে নাকি ঝগড়াও হয়। আর তারপর শ্বশুরবাড়ির লোকজন
ওই বধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বৃহস্পতিবার সকালে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেহটি নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহাল কর হবে বলে জানিয়েছে পুলিশ। দেহ পাঠানো হবে ময়না তদন্তের জন্য।
Post Comment