নিজস্ব প্রতিনিধি, হুড়া:
কুয়ো থেকে উদ্ধার মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পুরুলিয়ার হুড়া থানার মাঙ্গুড়িয়া গ্রামে। মৃতার নাম লক্ষ্মী চক্রবর্তী (৪৩)। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার স্বামী এবং বড় ছেলে বাইরে কাজ করেন। ছোট ছেলের সঙ্গে বাড়িতে থাকতেন তিনি। সোমবার সকালে কুয়োর মধ্যে ভাসতে দেখে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। চিকিৎসক জানান, ওই বধূ মৃত। কুয়ো থেকে জল তোলার সময় অসাবধানবশত পড়ে গিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Post Comment