বিশ্বজিৎ সিং সর্দার, আড়শা :
জল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ।
শনিবার ঘটনাটি ঘটেছে আড়শা থানার খুকড়ামুড়া গ্রামে।
মৃতার নাম ফুলকুমারি সিং সর্দার (৪৪)। এই গ্রামেই তাঁর বাড়ি। গ্রামের পার্শ্ববর্তী পুকুরে স্নান করার জন্য গিয়েছিলেন তিনি। আর ফিরে আসেননি। দুপুরে ওই পুকুর ঘাটে স্নান করতে গিয়ে কয়েকজন মহিলা জলের মধ্যে ফুলকুমারীকে দেখতে পান। তাঁরাই অন্যান্যদের খবর দেন। খবর দেওয়া হয় কাঁটাডি পুলিশ ফাঁড়িতে।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।











Post Comment