insta logo
Loading ...
×

খেতে যুবতীর দেহ, রহস্য

খেতে যুবতীর দেহ, রহস্য

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

নিখোঁজ ছিলো চার দিন ধরে। চার দিন পর খেত থেকে উদ্ধার যুবতীর দেহ। চাঞ্চল্য পুরুলিয়ার বান্দোয়ান থানার তুলসীডি গ্রামে। মৃতার নাম অবনী মুর্মু (৩৩)। বাড়ি বোরো থানার গোয়ালাপাড়া গ্রামে। বুধবার দুপুরে গ্রামের কাছে একটি খেতে কাদা মাখা অবস্থায় নিথর দেহটি দেখেন স্থানীয় বাসিন্দারা। থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। দেহে ধরেছে পচন। তা দেখে পুলিশের প্রাথমিক অনুমান কয়েকদিন আগে মৃত্যু হয়েছে যুবতীর। পরিবার সূত্রে পুলিশ জানতে পারে মানসিক ভাবে অস্থির ছিল ওই যুবতী। মাঝে মধ্যেই বাড়ি থেকে চলে যেত সে। শুক্রবারও সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর খোঁজ মেলেনি তার। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

Post Comment