বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
রেল লাইনে মহিলার ক্ষতবিক্ষত দেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণপূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা-চান্ডিল শাখার বিরামডি ও নিমডি রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায়। রেল সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে রেল লাইন পারাপার করার সময় মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু হয় ওই মহিলার। দেহ লাইনের উপর পড়ে থাকায়, ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকাল দশটার পরও বিরামডি ও নিমডি স্টেশনের মধ্যে সমস্ত ট্রেন আপ লাইনে চলাচল করতে দেখা যায়। রেল সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। প্রায় ৫ ঘন্টা দেহটি ঘটনাস্থলেই পড়েছিল। জানা গেছে মৃত মহিলার নাম শান্তিবালা সিং সর্দার(৫৭)। তার বাড়ি বরাবাজার থানার চেলিয়ামা গ্রামে।
Post Comment