নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
একটি পিকআপ ভ্যান ও একটি টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটোয় থাকা এক মহিলার। ঘটনায় আহত হলেন আরোও ৪ জন। শুক্রবার, ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর থানার গোবরান্দা মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যাক্তির নাম -সুষমা মাঝি(৪৫)। তার বাড়ি রঘুনাথপুর থানার রক্ষতপুর গ্রামে।
স্থানীয় বাসিন্দারা জানান – পিকআপ ভ্যান ও টোটোর মুখোমুখি সংঘর্ষে টোটোতে থাকা ৫ জন আরোহী রাস্তার উপর লুটিয়ে পড়েন। খবর পেয়ে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। দ্রুত তাদের উদ্ধার করে ২ জনকে বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও ৩ জনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজন আহত সুষমা মাঝিকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করেন।দুটি গাড়িকেই আটক করেছে রঘুনাথপুর থানার পুলিশ।











Post Comment