নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
পুকুরে স্নান করতে গিয়েছিলেন গৃহবধূ। আর ফিরলেন না। জলে ডুবে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পুরুলিয়ার পুঞ্চায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিয়ের পর বাপের বাড়িতেই থাকতেন তিনি। মায়ের সঙ্গে এদিন পুকুরে স্নান করতে গিয়েছিলেন তিনি। জলে নামার পরেই আচমকা তিনি তলিয়ে যান। আশেপাশের মানুষজন বিষয়টি বুঝতে পেরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করেন। পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহালের পর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।
Post Comment