insta logo
Loading ...
×

মোটরবাইক থেকে পড়ে মৃত্যু মহিলার

মোটরবাইক থেকে পড়ে মৃত্যু মহিলার

নিজস্ব প্রতিনিধি, কেন্দা: মোটরবাইক থেকে পড়ে মারা গেলেন এক মহিলা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বিলাসী মুদি (৩৮)। তার বাড়ি কেন্দা থানার দেওরাং টোলা নর্সিংডিতে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার গ্রামের একজনের মোটরবাইকে চেপে ওই মহিলা এলাকার একটি হাটে যাচ্ছিলেন। রাস্তায় মাথা ঘুরে গেলে চলন্ত বাইক থেকে ওই মহিলা পড়ে যান। জখম হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এলাকার মানুষজন। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুরুলিয়া সদর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

Post Comment